২০২৩-২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যাদের বিপক্ষে খেলবে

স্পোর্টস ডেস্ক 

| সোমবার , ১২ জুন, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

২০২১২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সম্পন্ন হয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ না হতেই ২০২৩২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে আইসিসি। সেই সূচিতে ভারতপাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে টাইগাররা। আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ প্রতিপক্ষের মাটিতে গিয়ে খেলবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। আর ঘরের মাঠে খেলবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে। চলতি বছরই টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে বাংলাদেশ। ঘরের মাঠে ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপর বাংলাদেশ খেলবে শ্রীলংকার বিপক্ষে আরও দুই টেস্ট। পরবর্তীত গন্তব্য সেপ্টেম্বরে পাকিস্তান সফর। এরপর নভেম্বরডিসেম্বরে টাইগাররা যাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।

পূর্ববর্তী নিবন্ধপ্রসঙ্গ : বিবেকবোধ বুদ্ধি শিক্ষা ও মানবিকতা
পরবর্তী নিবন্ধআজ মালয়েশিয়ার বিপক্ষে নামছে বাংলাদেশের মেয়েরা