মাস্ক পরিধান মানুষকে সুরক্ষা ও নিরাপদে রাখে

আব্দুল কাদের

| সোমবার , ১২ জুন, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

ধুলোবালি প্রতিরোধে মাস্ক পরিধান যথেষ্ট ভুমিকা রয়েছে। শ্বাসকষ্ট এলার্জি ক্যান্সার যক্ষ্মা রোগীরা মাস্ক ব্যবহার করতে দেখা যায়। মাস্ক পরিধানে ব্রনের সমস্যা থেকেও দূরে রাখে। দুষিত ও দুর্গন্ধ পরিবেশে মাস্ক ব্যবহার সুরক্ষিত রাখে। করোনাকালীন মাস্ক পরিধান জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বেশ গুরুত্বের সাথে ব্যবহৃত হয়। করোনার পূর্বে মাস্ক ব্যবহার তেমন চোখে পড়ার মতো না হলেও করোনাকালে বিশ্বের প্রায় দেশের মধ্যে নারী পুরুষ বৃদ্ধ যুবক এমন কি শিশুরাও মৃত্যুঝুঁকি করোনা রোগের ঝুঁকি থেকে রক্ষানির্ভর পণ্য হিসেবে মাস্ক ব্যবহৃত করেন। সামাজিক দূরত্ব বজায় রাখুন মাস্ক পরিধান করুন নিরাপদে থাকুন এটি করোনাকালীন প্রতিপাদ্য স্লোগান হিসেবে দেখা যায়। অনেকে করোনায় মাস্কের ব্যবহারে গুরুত্ব না দেয়াতে করোনা রোগে আক্রান্ত হন এমন কি অনেকে মৃত্যুপথের যাত্রীও হন। এখনো অনেকেই সুরক্ষা ও নিরাপদের জন্য মাস্ক ব্যবহার করে থাকেন। বিশ্বে নিয়মিত বিভিন্ন দিবস গুরুত্বের সাথে পালন করা হয় কিন্তু মাস্ক জীবনের একটি গুরুত্বপূর্ণ বস্তু হওয়ার সত্ত্বেও বিশ্ব মাস্ক দিবস পালন করা হয় না। তাই বিশ্ব মাস্ক দিবস পালন করা সময়ের প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধচরপাথরঘাটা এলাকাবাসীর চলাচলের রাস্তাটি বন্ধ না করার আবেদন
পরবর্তী নিবন্ধছোট্ট শিশুর পণ