কয়েকদিন ধরে ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে সড়কে। যার ফলে ক্যাম্পাসের কয়েকটি সড়কে গতকাল বিকেল পর্যন্ত যান চলাচল বন্ধ ছিলো৷ সৃষ্টি হয়েছে ভোগান্তির। এছাড়া গাছ পড়ে বিদ্যুতের লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বিকাল ৪ টার পর থেকে সড়কে উপড়ে পড়া গাছ কেটে পরিষ্কার করা হয় এবং বিদ্যুতের লাইন মেরামত করা হয়। গতকাল রোববার সরেজমিনে দেখা যায় ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হল সংলগ্ন সড়ক, গোল পাহাড় সংলগ্ন সড়ক ও বিজ্ঞান অনুষদ সংলগ্ন এলাকায় এসব গাছ উপড়ে পড়ে রাস্তা অবরোধ হয়ে পড়ে। যার ফলে সোহরাওয়ার্দী হল থেকে সমাজবিজ্ঞান অনুষদের রাস্তায় ও গোল পাহাড় সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ ছিলো। এছাড়া বিজ্ঞান অনুষদ এলাকায় গাছ উপড়ে বিদ্যুতের তারে পড়ার ফলে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার আজাদীকে বলেন, টানা কয়েকদিনের বৃষ্টির কারণে সড়কে গাছ, উপড়ে পড়েছে। আমরা খবর পেয়ে প্রকৌশল দপ্তর ও এস্টেট শাখাকে জানিয়েছি, পরে তারা সেটা পরিষ্কার করেছে। লোকবল কম থাকায় রাস্তা পরিষ্কার করতে দেরী হয়েছে।