আলোচিত মাহমুদা খানম মিতু খুনের মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও বাবুলের বান্ধবী ভারতীয় নাগরিক গায়ত্রীর বাসার গৃহকর্মী সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন, বাবুলের বাসার গৃহকর্মী মনোয়ারা বেগম ও গায়ত্রীর বাসার গৃহকর্মী পম্পি বড়ুয়া।
গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিন তাদের সাক্ষ্য রেকর্ড করেন। এর আগে এ মামলায় সাক্ষ্য দিয়েছিলেন মিতুর বাবা মোশাররফ হোসেন। মহানগর পিপি আবদুর রশিদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। আদালতসূত্র জানায়, মিতু হত্যা মামলায় গত ১৩ মার্চ চার্জ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়। এর আগে গত বছরের ১৩ সেপ্টেম্বর বাবুলসহ সাত আসামির বিরুদ্ধে মহানগর হাকিম আদালতে ২০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক। চার্জশিটে উল্লেখ করা হয়, ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাবুল আক্তার কঙবাজারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনএইচসিআর কঙবাজার কার্যালয়ের কর্মী ও ভারতীয় নাগরিক গায়ত্রীর সঙ্গে পরিচয় হয় এবং তার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ কারণে স্ত্রী মিতুর সঙ্গে সম্পর্ক খারাপ হয়। এর জেরে তাকে খুনের সিদ্ধান্ত নেন বাবুল। একপর্যায়ে খুনিদের ৩ লাখ টাকায় ভাড়া করে মিশন শেষ করেন। পরে পরিকল্পনা মতো এ হত্যাকাণ্ডকে জঙ্গিদের কাজ বলে প্রচারণা চালানো হয়। ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাতে মিতু খুন হন।











