সিসিএল ইন্ডিপেনডেন্স কাপ স্পোার্টস কার্র্র্নিভ্যাল এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৮ মে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, লন টেনিস, টেবিল টেনিস, স্নুকার বিলিয়ার্ড এন্ড পুল, সকার সহ ওয়াক ওয়ে ইভেন্টের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইন্ডিপেনডেন্ট অ্যাপারেলস লিঃ এর এমডি, চিটাগাং ক্লাব লিঃ এর সাবেক চেয়ারম্যান এস এম আবু তৈয়ব এবং চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। প্রধান অতিথি চিটাগাং ক্লাব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম স্পোর্টস কার্নিভ্যালের পৃষ্ঠপোষকতা করায় ইন্ডিপেনডেন্ড অ্যাপারেলস লিঃকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ক্লাব নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে ডাঃ ফাহিম হাসান রেজা, সালাউদ্দিন আহমেদ, মোঃ জাহিদ সুলতান (টিপু), আবু আহমেদ হাসনাত, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া (বাবুল), মোঃ সালামত উল্লাহ বাহার এমবিএ এবং টুর্নামেন্ট সমন্বয়কারী সাবেক মেম্বার ইনচার্জ নুর উদ্দিন জাবেদ, সাবেক ভাইস চেয়ারম্যন শোভন এম শাহাবুদ্দিন রাজ, সাবেক মেম্বার ইনচার্জ মঞ্জুরুল আলম পারভেজ, জাবেদ হাশেম (নান্নু), আজিজুল হাকীম, মাহবুবুল কবির খান (শান্তুনু), সৈয়দ আরশাদুল হক ছাড়াও বিভিন্ন খেলায় পুরস্কারপ্রাপ্ত অর্ধশাতাধিক খেলোয়াড় সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ক্লাব মেম্বার উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৬ মার্চ থেকে ৯ম বারের মত অনুষ্ঠিত এই টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করে ইন্ডিপেনডেন্ড অ্যাপারেলস লিঃ।