অক্সিজেন মোড় পরিদর্শনে সড়ক পরিবহন বিভাগের সচিব

যানজট নিরসনে ব্যবস্থা নেয়ার আশ্বাস

| শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী নগরীর অক্সিজেন মোড় পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার ফটিকছড়ি নাজিরহাট ব্রিজ পরিদর্শন শেষে ফেরার পথে রাউজান উপজেলা চেয়াম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুলের অনুরোধে সচিব এ পরিদর্শন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান বাবুল সচিব আমিন উল্লাহকে অক্সিজেন মোড়ের জনগুরুত্বপূণ এবং ব্যস্ততম এলাকা উল্লেখ করে সেখানে যানজট নিরসনের জন্য ওভারব্রিজ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এসময় সচিব আমিন উল্লাহ অক্সিজেন মোড়ের সমস্যা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বস্ত করেন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাউর রহমান, নিবাহী প্রকৌশলী পিন্টু চাকমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহেদ হোসেন, মো. মাসুদ, হলদিয়া ইউপি সদস্য গিয়াস উদ্দীন, ছাত্রলীগ নেতা জুবাইদুল ইসলাম তানজিল। উপজেলা চেয়ারম্যান বাবুল সচিবকে অবহিত করে বলেন, পার্বত্য এলাকা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ছাড়াও ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার, রাউজান, হাটহাজারী, রাঙ্গুনিয়া, কাউখালীসহ গুরুত্বপূর্ণ উপজেলায় যাতায়াত করতে হয় এই অক্সিজেন মোড় পার হয়ে। এটি নগরীর প্রবেশ পথ। কিন্তু সময় এখানে যানজট, জনজট লেগে থাকে। এটা নিরসনের ব্যবস্থা নেয়া হলে যাত্রীদের সময় অপচয়রোধ হবে। কষ্ট থেকে মুক্তি পাবে। খবর বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫
পরবর্তী নিবন্ধআজ পংকজ ভট্টাচার্যের নাগরিক স্মরণসভা