বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমান আওয়ামী সরকারের কর্তৃত্ববাদী শাসনে দেশে ঘোর দুর্দিন নেমে এসেছে। দুঃশাসনের অরাজকতায় দেশকে খাদের কিনারে ঠেলে দেওয়া হয়েছে। চরম মুদ্রাস্ফীতিসহ ভয়ঙ্কর অর্থ সংকটে অর্ধাহারে ও অনাহারে মানুষের দিন কাটছে। এদিকে প্রায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা দেশ। লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। বৈদ্যুতিক পাখা চালানোর জন্যও বিদ্যুৎ মিলছে না। মিল কল কারখানার উৎপাদন সব বন্ধ হয়ে যাচ্ছে। অথচ বিদ্যুৎ উৎপাদনের নামে তথাকথিত কুইক রেন্টালের মালিকানা দলীয় লোকদেরকে দিয়ে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। হাজার কোটি টাকা ব্যয় করে স্থাপন করা বিদ্যুৎ কেন্দ্র এখন অচল হয়ে পড়ে আছে।
তিনি গতকাল মঙ্গলবার বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ১১ জুন চট্টগ্রাম বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি তারুণ্যের সমাবেশ সফল করতে নেতৃবৃন্দকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর আলীর পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাউদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক মো. মহসিন।
সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল, সোলাইমান রাজ, ইউছুপ তালুকদার, মো. আলাউদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর এলাহী, ফোরকান ইকবাল, এরশাদ মির্জা, খালেকুজ্জামান রাশেদ, শাওন উদ্দীন রকি, মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর শরীফ, ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম আবু মনসুর, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি হারুন ভূঁইয়া, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশ্রাফুল হক হারুন, সফিউল আজম সামু, এড. ইউছুপ আলম মাসুদ, শাহ মো. ফোরকান উদ্দীন চৌধুরী, একরাম মিয়া, হেলাল উদ্দিন বাবর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












