ফিরে এলো টেকনাফে অপহৃত স্কুল ছাত্র

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ৭ জুন, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

টেকনাফে অপহরণের দুইদিন পর বাড়ি ফিরেছে স্কুল ছাত্র মোহাম্মদ হোছন সূর্য্য ()। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের লেদা সড়কে শিশুটিকে রেখে যায় অপহরণকারী চক্র। সে হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দক্ষিণ লেদা গ্রামের সুলতান আহমদের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, অপহৃত শিশু মোহাম্মদ হোছন গত ৪ জুন লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হয়। অপহরণকারীরা ভিকটিমের মাবাবাকে কল করে মুক্তিপণ দাবি করে। ঘটনাটি থানা পুলিশ অবগত হওয়ার পর থেকে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে একাধিকবার গহীন পাহাড়েসহ বিভিন্ন জায়গায় ভিকটিমকে উদ্ধারে অভিযান পরিচালনা করে। অবশেষে ২ দিনপর গতকাল রাত সাড়ে ৮ টার দিকে লেদা সড়কে অপহৃত শিশুটিকে রেখে যায়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে অপর একটি সূত্রে জানা যায়, ২ থেকে ৩ লাখ টাকা মুক্তি পণ দিয়ে স্কুল ছাত্রকে মুক্ত করে আনে পরিবার। নিরাপত্তা জনিত কারণে মুখ খুলছে না অপহৃত শিশুর পরিবার।

পূর্ববর্তী নিবন্ধখুরুশকুল ইউপি চেয়ারম্যান শাহজাহান স্বেচ্ছাসেবক লীগ থেকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধশ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ চারজনের বিচার শুরু