ইসলামী ব্যাংক চাক্তাই শাখার ১৬৩ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় দেওয়ানহাট শেখ মুজিব রোডের শাহ আমিন উল্লাহ লুব্রিকেন্ট এন্ড গ্রিস ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আহমেদ নবি চৌধুরী, তার স্ত্রী মমতাজ বেগম নদী ও তাদের ছেলে এসএম জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০২১ সালে ব্যবসায়ী স্বামী, স্ত্রী ও তাদের ছেলের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে ইসলামী ব্যাংক চাক্তাই শাখা। এসব মামলায় তাদের কাছ থেকে ব্যাংকের মোট পাওনা ১৬৩ কোটি টাকা। বিশাল অংকের এই ঋণ পরিশোধের সক্ষমতা থাকলেও বিবাদীরা ঋণ পরিশোধে এগিয়ে আসছেন না। জবাব দাখিলের কথা থাকলেও তারা তা করেননি, সময় ক্ষেপণ করে চলেছেন। এর মধ্যে একতরফা শুনানির জন্য দিন ধার্য হলে তারা আদালতে হাজির হন। এরপরও একই অবস্থা। হাজির হওয়ার ৬০ দিনের মধ্যে জবাব দাখিলেও কথা থাকলেও তা করা হয়নি। ঋণের বিপরীতে থাকা মর্টগেজের পরিমাণও অতি সামান্য।
এ অবস্থায় বিবাদীরা দেশত্যাগ করতে পারলে ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়বে। এ জন্য বিবাদীদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে ব্যাংক। অন্যদিকে জবাব দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করেন বিবাদীরা। এরই ধারাবাহিকতায় দুই পক্ষের আবেদন বিষয়ে শুনানি শেষে আদালত বিবাদীদের আগামী ২১ জুন পর্যন্ত সময় দেন। এর মধ্যে যাতে তারা দেশত্যাগ করতে না পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের কপি পুলিশের বিশেষ শাখার স্পেশাল পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর পাঠাতে নির্দেশ দিয়েছেন বিচারক।