দ্বিতীয় মেয়াদে ইউজিসির সদস্য হলেন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন

| মঙ্গলবার , ৬ জুন, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হলেন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়, এ নিয়োগের মেয়াদ হবে চার বছরের জন্য। তবে সরকার মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিতে পারে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য হিসেবে বর্তমানে তিনি যে বেতনভাতা পাচ্ছেন, দ্বিতীয় মেয়াদে নিয়োগেও একইভাবে বেতনভাতা পাবেন। কমিশনের সদস্য হিসেবে তিনি প্রচলিত বিধি অনুযায়ী সুযোগসুবিধা পাবেন। এ নিয়োগ যোগাদানের দিন থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপকের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের আইটি প্রতিষ্ঠান ‘পিপল এন টেক’ এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ।

প্রযুক্তিবিদ ড. সাজ্জাদ হোসেন ১৯৬৮ সালের ১৬ ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। পড়াশুনা করেছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজ এবং এরপর চুয়েটে। তিনি রাশিয়ার বিখ্যাত মস্কো টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি এবং যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর লেখা ‘প্রোগ্রামিং ইন সি’ নামে একটি বই প্রকাশিত হয়েছে। অধ্যাপক ড. সাজ্জাদ দেশে ও বিদেশে প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা ও অন্যান্য পেশায় নিযুক্ত ছিলেন। তিনি বিভিন্ন পত্রপত্রিকায় আইসিটি খাত নিয়ে কলামও লেখেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম জাতীয় চা পুরস্কারে ইস্পাহানির অনন্য অর্জন
পরবর্তী নিবন্ধসরকারের উন্নয়নের কথা জনগণের মাঝে তুলে ধরতে হবে