ডা. ফজলুল–হাজেরা ডিগ্রী কলেজের শিক্ষক পরিষদের উদ্যোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. ফজলুল–হাজেরা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ডা. মো. আফছারুল আমীন এমপির মৃত্যুতে গত রোববার শিক্ষক মিলনায়তনে এক শোক সভা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। শোক সভার আহবায়ক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা বেগম স্বাগত বক্তব্য বাখেন। বক্তব্য রাখেন অধ্যাপক শিরীন আক্তার বেগম, অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, অধ্যাপক মনোজ কুমার দেব, মো. আমির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।