বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, বাংলাদেশের মানুষ এখন প্রতিদিন অন্তত ১৭ কোটি কাপ চা পান করেন। চায়ের উৎপাদন আরো বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার।
গতকাল রোববার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যাত্রা শুরু হওয়া বাংলাদেশের চা শিল্প নানা দুর্যোগ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে উৎপাদন। খবর বিডিনিউজের।
এ শিল্পের সঙ্গে দেড় লাখের বেশি শ্রমিক, টি স্টাফ, চা বাগান মালিক, ব্যবসায়ী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ লাখো মানুষ জড়িত। সবার সমন্বিত প্রয়াসে এগিয়ে যাবে এ শিল্প। চা দিবসের সংকল্প, শ্রমিকবান্ধব চা শিল্প’–এই প্রতিপাদ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে নানা আয়োজনে মৌলভীবাজারে উদযাপিত হচ্ছে জাতীয় চা দিবস। এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।