বনের একটি গাছও যেন কেউ কর্তন করতে না পারে

চেক বিতরণে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ৫ জুন, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় বন নির্ভরশীল দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জীবিকা উন্নয়নের জন্য দক্ষিণ বনবিভাগের দোহাজারী ও পটিয়া রেঞ্জের আওতাধীন ২৯৩ জন সুবিধাভোগীর মাঝে ২৫ হাজার ২শ টাকা করে চেক বিতরণ করলেন সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী। এ উপলক্ষে গত শুক্রবার দোহাজারী রেঞ্জ অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব চেক বিতরণ করেন। এসময় তিনি বলেন, জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব আমাদের সকলের। আমাদের নিজেদের স্বার্থেই বনজঙ্গল, পাহাড়, গাছপালা, বনের পশুপাখি রক্ষা করতে হবে। আগামীতে বনের একটি গাছও যেন অন্যায়ভাবে কেউ কর্তন করতে না পারে, বন উজাড় করতে না পারে সেদিকে বনবিভাগের সকল কর্মকর্তাকর্মচারীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি আজকে যারা সুবিধাভোগী আছেন আপনাদেরও বনাঞ্চল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মো. আবদুল আলীম। বনবিভাগ দোহাজারী রেঞ্জ কর্মকর্তা সিকদার আতিকুর রহমান ও পটিয়া রেঞ্জ কর্মকর্তা নুরে আলম হাফিজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহসিন আলী, ঝন্টু দে, মাহাবুবুর রহমান, নবাব আলী, আবদুল্লাহ আল নোমান বেগ, মো. লোকমান হাকিম, মনসুর আলী ফয়সাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত উল্লা
পরবর্তী নিবন্ধবাংলাদেশিরা প্রতিদিন ১৭ কোটি কাপ চা পান করেন : বাণিজ্যমন্ত্রী