আইআইইউসির অভিযোগ কমিটির সভা

| রবিবার , ৪ জুন, ২০২৩ at ৬:২৯ পূর্বাহ্ণ

আইআইইউসির অভিযোগ কমিটির চতুর্থ সভা গতকাল শনিবার প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির আহবায়ক রিজিয়া রেজা চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, ফিমেল একাডেমিক জোনের কোঅর্ডিনেটর ফারহানা ইয়াসমিন চৌধুরী, সহকারী অধ্যাপক মো. আবছার উদ্দিন, সহকারী অধ্যাপক অ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম, সহকারী অধ্যাপক তাহমিনা মরিয়ম ও সহকারী অধ্যাপক অ্যাডভোকেট তাসলিমা খানম।

সভায় আইআইইউসি ক্যাম্পাসে যাবতীয় নিপীড়ন প্রতিরোধে অভিযোগ কমিটির আহবায়কের নেতৃত্বে গৃহীত কার্যক্রমের বিষয়াবলীর আলোচনা করা হয়। উপাচার্য এসকল বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয়ে সার্বিক সুন্দর ও নৈতিক পরিবেশ বজায় রাখতে আইআইইউসি সর্বদা সচেষ্ট। এছাড়া জেলা পিপি এ বিষয়ে তাঁর সুচিন্তিত মতামত প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয়তাবাদী মহিলা দল ফটিকছড়ি উপজেলা শাখার কর্মী সম্মেলন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ৩ উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন