স্বপ্নের বঙ্গবন্ধু টানেল আনোয়ারাকে বিশ্ব দরবারে নতুন পরিচিতি এনে দেবে মন্তব্য মনে করে ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ বলেছেন, আনোয়ারাকে বিশ্ব মানের স্বপ্নের উপশহর হিসেবে গড়ে তোলার কাজ অনেকদূর এগিয়ে গেছে। এ পরিকল্পনায় আনোয়ারা–কর্ণফুলী উপজেলায় অনেক বড় বড় উন্নয়ন মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে সে সব প্রকল্পের বাস্তবায়ন কাজ এগিয়ে চলছে। অন্তত একশ–দুইশ বছরের উন্নয়ন পরিকল্পনায় আনোয়ারা–কর্ণফুলীকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে। আর এসব কাজ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, সামনের দিনগুলোতে সব উন্নয়ন কাজই হবে পরিকল্পিত জনবান্ধব মাস্টারপ্ল্যান অনুসারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের দিক–নির্দেশনাও দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে আনোয়ারা উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সভা ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ ও ধর্মীয় উপাসনালয়ে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ভূমিমন্ত্রী এসব কথা বলেন। আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমনের সঞ্চালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুর করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মোমিন, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাসান, চেয়ারম্যানদের মাঝে নোয়াব আলী, এম এ কাইয়ুম শাহ, আমিন শরীফ, বীর মুক্তিযোদ্ধা শামশুল ইসলাম চৌধুরী, হাসনাইন জলিল চৌধুরী সাকিল, অসীম কুমার দেব, আফতাব উদ্দীন চৌধুরী সোহেল, কলিম উদ্দীন ও আজিজুল হক চৌধুরী বাবুল।
পরিষদের সভা শেষে ভূমিমন্ত্রীর সভাপতিত্বে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে ভূমিমন্ত্রী উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও মাদ্রাসায় নগদ ১৩ লাখ টাকার নগদ চেক এবং ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৪ লাখ টাকার আসবাবপত্র বিতরণ করেন।