বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়। গতকাল শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলায় তারা ১ উইকেটে চাঁদপুরের গনি মডেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। গতকাল টসে জিতে গনি মডেল হাইস্কুল প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভার খেলে তারা ৭ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে সালমান জাহানের ব্যাট থেকে। ৯টি চারের সাহায্যে করা ৮১ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া মুশফিক হাসান ৩২,মাহমুদুল হাসান ১৭ এবং জুবাইদুল ইসলাম ১৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২১ রান। চট্টগ্রাম বন্দর স্কুলের পক্ষে ওয়াহিদুল করিম ৩৪ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। এছাড়া ১টি করে উইকেট নেন ইমতিয়াজ আলম, মেহরাব খান এবং আফফান মাহবুব। জবাব দিতে নেমে চট্টগ্রাম বন্দর স্কুল ৫ বল বাকি থাকতে জয় করায়ত্ব করে নেয়। তবে শুরু থেকেই তারা দ্রুত উইকেট হারাতে থাকে। ৩৬ রানে ৪টি উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর অধিনায়ক তালহা জুবায়ের এবং আফফান মাহবুবের ব্যাটে তারা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। চার নম্বরে খেলতে নেমে তালহা ৮৮ বলে ৭২ রান সংগ্রহ করেন। ৭টি চার এবং ২টি ছক্কা ছিল তার ইনিংসে। অপর দিকে আফফান মাহবুব বেশ ধৈর্য্যের পরিচয় দেন। তিনি ৫২ রানে অপরাজিত থাকেন ১০০ বল খেলে। ৪টি চার ছিল তার ইনিংসে। তাকে যোগ্য সহযোগিতা দেন ইমতিয়াজ আলম ১৮ রান করে। বাকিদের কেউই দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। ৯ উইকেট হারিয়ে ফেলার পর আফফান এবং আবদুন নূর(অপ.১) দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন। বন্দরের ইনিংসে অতিরিক্ত থেকে আসে ১৮ রান। ৪৯.১ ওভার খেলে ৯ উইকেটে ১৮১ রান তুলে নেয় চট্টগ্রাম বন্দর স্কুল। গনি মডেল হাইস্কলের পক্ষে সালমান জাহান ৩৭ রানে ৪টি উইকেট দখল করে। ২টি করে উইকেট পান আবদুল্লাহ আল সিফাত এবং মো. মুনতাসির। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয় এখন বিসিবি আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।