রোটারি ক্লাব অব চিটাগাং রিভার শাইনের মুক্তিযোদ্ধা সংবর্ধনা

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং রিভার শাইনের বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা সম্প্রতি চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি ডা. এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি জেলা গভর্নর রুহেলা খান চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা নুরুন নবী ইমরান ও হুমায়ুন কবির। প্রধান অতিথি মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান উল্লেখ করে তার বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধাদের কাছে আমরা ঋণী। তাদের ঋণ ও ত্যাগ কখনো পরিশোধযোগ্য নয়। সভায় আরও বক্তব্য রাখেন রোটারিয়ান কাজী মো. আশেকে এলাহী, রোটারিয়ান ডা. নাজ সোহানী, রোটারিয়ান মুরতুজা বেগম, রোটারিয়ান মো. জাহাঙ্গীর, রোটারিয়ান শিলা করিম, রোটারিয়ান সানিউল ইসলাম, রোটারিয়ান ইমতিয়াজ খান, রোটারিয়ান ডা. কামরুল ইসলাম, রোটারিয়ান মিজানুর রহমান ও ইন্টারেক্টর সুনেইর করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরিবেশ দিবস আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিএইচসিপির আনন্দ র‌্যালি