সাতকানিয়ায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।
আজ শুক্রবার (২ জুন) সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ঈশ্বর বাবুর হাট (বিশ্বহাট) এলাকার জলদাশ পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে ধর্মপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঈশ্বর বাবুর হাট এলাকার জলদাশ পাড়ার সুদর্শন দাশের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
এসময় পার্শ্ববর্তী ভরত দাশ, রিটন দাশ, রাজকুমার দাশ, সাধন দাশ, বিবেক দাশ, হেমন্ত দাশ, বসন্ত দাশ, নকূল দাশ, সোহাগ দাশ, কৃষ্ণ দাশপদ দাশ, সুরেশ দাশ, সুরঞ্জন দাশ, প্রজালাল দাশ, বাহাদুর দাশ, বজবাঁশি দাশ, কালা বাঁশি দাশ, অঞ্জলি দাশ, পেঠান দাশ, ময়না দাশ, রূপন দাশ, গৌরাঙ্গদাশ, সন্তোষ দাশ ও সুভাষ দাশের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থদের জন্য তাৎক্ষণিকভাবে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ রূপন দাশ ও অঞ্জলি দাশ জানান, আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় কেউ বসতঘর থেকে কোনো জিনিসপত্র বের করতে পারেননি। নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ ২৪টি পরিবারের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন তাদের নিঃস্ব করে দিয়েছে। পরিবার-পরিজন নিয়ে এখন খোলা আকাশের নিচে দিন কাটাতে হবে তাদের।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্নায়েন বলেন, “আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীরা একটানা ২ ঘণ্টা ৪০ মিনিট কাজ করেছে। সুদর্শন দাশের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় ২৪টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়।”
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারের জন্য প্রাথমিকভাবে ৩০ কেজি চাউল ও ২টি করে কম্বল প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের তথ্য জেলা প্রশাসকের নিকট পাঠানো হয়েছে।