চতুর্থ আন্তর্জাতিক ট্রেড শো জিটিবি ৮ জুন শুরু

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

চতুর্থবারের মত চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী গার্মেন্টস মেশিনারি পণ্যের আন্তর্জাতিক ট্রেড শো গার্মেন্টস টেকনোলোজি বাংলাদেশ (জিটিবি)। আগামী ৮ থেকে ১০ জুন নগরীর জিইসি মোড়ে অবস্থিত জিইসি কনভেনশন হলে এই মেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মেলা চলবে। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড আয়োজিত এই মেলায় সর্বাধুনিক প্রযুক্তির সেলাই, ফিনিশিং, লন্ড্রি, ক্যাড/ক্যাম, প্রিন্টিং, কাটিং, স্প্রেডিং মেশিনারি, খুচরা যন্ত্রাংশ, নতুন ধরনের সুতা এবং কাপড়ের নানারকম পণ্য প্রদর্শন করা হবে।

এই মেলার মাধ্যমে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানগুলো সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে গুণগত মান বজায় রেখে পণ্য উৎপাদন সম্পর্কে জানতে পারবে। স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ীরা বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি যন্ত্রপাতি প্রস্তুতকারকদের সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন। এছাড়া মেলায় আন্তর্জাতিক সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সুতা এবং কাপড়ের নতুন কালেকশন স্থানীয় গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য প্রদর্শন করবে। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, করোনা মহামারীর কারণে কয়েক বছর বিরতির পর এবার আমরা চতুর্থবারের মত জিটিবি মেলা চট্টগ্রামে আয়োজন করছি। এবারের মেলায় গার্মেন্ট সোর্সিং, মার্চেন্ডাইজিং, উৎপাদন, রক্ষণাবেক্ষণের মতো কাজগুলো পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারকদের জন্য তুলে ধরা হবে।

মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছেআরিফ এন্ড সন্স প্রাইভেট লিমিটেড, ভারত ফিউজিং, কনফিডেন্স ইন্টারন্যাশনাল, ডিকে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি, ইস্টম্যান টেকনোক্রাফটস লিমিটেড, কুল ইন্টারন্যাশনাল লিমিটেড, কুল রিসোর্সেস লিমিটেড, এভারগ্রিন সিউইং মেশিন কোম্পানি লিমিটেড, গ্লোরি ট্রেড সেন্টার লিমিটেড, জিএম ইয়ার্স এন্ড ফেব্রিক্স এন্টারপ্রাইজেস, গোল্ডেন বয়লার কোম্পানি লিমিটেড, জিএসএল টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড, ইমপেক্স টেক লিমিটেড, ইন্টারেক্ট টেক্স লেবেলস প্রাইভেট লিমিটেড, ইসরা ট্রেড এন্ড সার্ভিসেস বাংলাদেশ, জ্যাক মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, জিঙ্কো সোলার কোম্পানি লিমিটেড, জুকি সিঙ্গাপুর পিটিই লিমিটেড, জুসি মেশিনারি লিমিটেড, লজিক সফটওয়্যার লিমিটেড, মাহেশ্বরী টেক্সটাইল, মাস্টারটেক অ্যাসোসিয়েটস, ম্যাক্স এন্ড জুসুন বাংলাদেশ কোম্পানি, মেথডস অ্যাপারেল কনসালটেন্সি, ইন্ডিয়া বয়লার প্রাইভেট লিমিটেড, নোভা টেক্সটাইলস, ওরিয়েন্ট বয়লার, পিআর এন্টারপ্রাইজ, প্রাইম এন্টারপ্রাইজ, আরআর এন্টারপ্রাইজ, র‌্যামসন্স গার্মেন্ট ফিনিশিং ইক্যুইপমেন্টস প্রাইভেট লিমিটেড, রিলায়েন্স ট্রেডিং অ্যান্ড টেকনোলজি, সিরাফিক অ্যাসোসিয়েট, সিউটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, শৈল্পিক সলিউশন লিমিটেড, সনি কর্পোরেশন, স্প্রেওয়ে সিঙ্গাপুর পিটিই লিমিটেড, সুপ্রিম বাংলাদেশ লিমিটেড, সুপ্রিম ইনটেলিজেন্ট টেকনোলোজি কোম্পানি লিমিটেড, টিম স্টার এশিয়া, ট্রাষ্ট মেশিনারি কোম্পানি লিমিটেড, ভিট হংকং লিমিটেড, ভারটেক্স মেশিনারি টেক বাংলাদেশ, উইল্ডা টেকনোলোজি লিমিটেড, জোজে বাংলাদেশ লিমিটেড, আর্ক টেকনোলজি, ঢাকা সোলার লিমিটিডে, মেরিনো ট্রেড, মিত্তাল বয়লার, র‌্যামসন্স গার্মেন্ট ফিনিশিং ইক্যুইপমেন্ট অ্যান্ড স্মার্ট টেক প্রাইভেট লিমিটেড। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণ চোরাচালান মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধআজ চট্টগ্রাম ভাস্কর্য কেন্দ্রের প্রদর্শনী উদ্বোধন