কক্সবাজার জেলা কারাগারের মোহাম্মদ রফিক (২৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে মাদক মামলার আসামি রফিকের মৃত্যু হয় বলে জানান কারাগারের জেল সুপার মো. শাহ আলম।
মোহাম্মদ রফিক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়ার মৃত নুরুল কবিরের ছেলে। জেল সুপার শাহ আলম জানান, টেকনাফ থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে মোহাম্মদ রফিক গত প্রায় এক বছর ধরে জেলা কারাগারে ছিলেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৯ টায় কারাগারে আকস্মিকভাবে তিনি বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে তাকে কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। পরে কারাগারের কর্তব্যরত চিকিৎসকরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়। জেল সুপার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মৃত হাজতির স্বজনদের খবর দেওয়া হয়েছে।