সিটি কলেজ ছাত্র-সংসদ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩’ উপলক্ষে ছাত্রসংসদ সরকারি সিটি কলেজ চট্টগ্রামের (দিবা) আয়োজিত স্নাতক পর্যায়ের আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল গত ৩১ মে অনুষ্ঠিত হয়েছে।

বিতর্কে বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় পদার্থবিজ্ঞান বিভাগ। রানার্স আপ হয় গণিত বিভাগ এবং হিসাববিজ্ঞান বিভাগ। বিতর্কের বিষয় ছিল ‘সংকট নয়, সংকীর্ণতাই সর্বক্ষেত্রে আমাদের প্রধান সমস্যা’ এবং ‘Industrialization is threatening our food security’। পদার্থবিজ্ঞান বিভাগের অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলোতৌহিদ আহমেদ সিদ্দিকী (দলনেতা), শেখ জাহিদুল ইসলাম রাফি, অর্পা দাশ, তূর্ণ পাল। উভয় বিতর্কেই শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় দলনেতা তৌহিদ আহমেদ সিদ্দিকী। উক্ত বিতর্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত এবং উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. মেহেদী হাছান। প্রধান অতিথি বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগীয় অধ্যাপকগণ বিচারকের দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাথে সিএমপি ট্রাফিক বিভাগের সচেতনতা সভা
পরবর্তী নিবন্ধচবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন