আওয়ামী লীগ নেতা আবদুল আহাদের ইন্তেকাল

আজ বাদ জুমা জানাজা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

প্রখ্যাত শ্রমিক নেতা, নগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবদুল আহাদ আর নেই। ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার ঘন্টা তিনেকের মধ্যে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণাগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জুমা নগরীর লালদীঘি মাঠে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ ফেনীর গ্রামের বাড়িতে দাফন করা হবে।

বন্দর সিবিএর সাবেক সেক্রেটারি আবদুল আহাদের শরীরে দিন কয়েক আগে ক্যান্সার ধরা পড়ে। তাকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তিনি গতকাল বিকেলে ঢাকা হযরত শাহজালাল (.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ওখানে তার শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ পরিবারের সদস্যরা তাকে ঢাকায় হাসপাতালে ভর্তি করাতে চাইলেও তিনি রাজী হননি। কোনভাবে চিটাগাং এসে চিকিৎসা নেয়ার কথা বলেন। সন্ধ্যায় তিনি বিমানযোগে চট্টগ্রামে পৌঁছালে তাকে সরাসরি নগরীর জিইসি মোড়স্থ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি ইন্তেকাল করেন। শ্রমিক নেতা আবদুল আহাদের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, বন্দর পতেঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান, নগর আওয়ামী লীগ নেতা আবদুচ ছালাম, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ শ্রমিক নেতা আবদুল আহাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ভাগ্যবদলের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন তা বাস্তবায়নে আবদুল আহাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক প্রজেশ চক্রবর্তীর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ