চট্টগ্রাম লালদিঘী পাড়স্থ জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার মেয়র, কাউন্সিলরদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
এ সময় এটিএম পেয়ারুল ইসলাম বলেন, নাজিরহাট পুরাতন ব্রিজ নির্মাণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যাতে নাজিরহাট ফটিকছড়ির মানুষ সহজেই যাতায়াত করতে পারবে। পৌরসভার উন্নয়নেও কাজ করব। মানুষের উন্নয়নে কাজ করছে জনপ্রতিনিধিরা।পাশাপাশি এলাকার শিক্ষা, সংস্কৃতি ও খেলাধূলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে নর্বিাচিত প্রতিনিধিরা কাজ করে যাচ্ছে। সকল জনপ্রতিনিধিদের একসাথে ঐক্যবদ্ধ থেকে চট্টগ্রামের উন্নয়ন করার আহবান জানান। তিনি আরো বলেন, সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে বাস্তবায়ন করছে। আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কাজ করতে হবে। তিনি জনগণের পাশে থেকে সরকারের দৃশ্যমান উন্নয়ন প্রকল্প, উন্নয়ন কাজকে তুলে ধরার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, নাজিরহাট পৌরসভার মেয়র এ কে জাহেদ চৌধুরী, ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যান শওকত আলম শওকত, প্রকৌশলী পিন্টু চাকমা,জহিরুল ইসলাম চৌধুরী, রুহুল আমীন, হাবিবুর রহমান কাসেমী, মাওলানা খোরশেদ আলম, কাউন্সিলর জয়নুল আবেদীন, আমান উল্লাহ, মো. শাহজাহান, মোস্তফা কামাল, মাওলানা ইয়াকুব, মঞ্জুর মিয়া, মোহাম্মদ আলী, মোহাম্মদ সোলায়মান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।