সিআইইউতে মাতৃস্বাস্থ্য বিষয়ক সেমিনার

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ‘মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিম’ নিয়ে অনুষ্ঠিত হল স্বাস্থ্য বিষয়ক দিনব্যাপি এক সেমিনার। গত ৩১ মে জামাল খানের ক্যাম্পাসে ইনস্টিটিউট অব গভর্নেন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিস এই অনুষ্ঠানের আয়োজন করে।এতে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব জর্জিয়ার ডিপার্টমেন্ট অব হেলথ পলিসি অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যাপক ড. এম মাহমুদ খান। তিনি তার বক্তব্যে বাংলাদেশের ৫২টি উপজেলায় পরিচালিত একটি জরিপের তথ্য তুলে ধরে দেশের মাতৃস্বাস্থ্যের চিত্র উপস্থাপন করেন। এই সময় তার আলোচনায় নারীদের মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা, সঠিক সময়ে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া, নবজাতকের পরিচর্যা, স্বাস্থ্য পরীক্ষাসহ নানান বিষয়গুলো উঠে আসে। আইজিডিআইএসের ডিরেক্টর অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, সহযোগী অধ্যাপক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ, সহকারি অধ্যাপক রাহাত বারী তুহিন, প্রভাষক ইফ্‌ফাত ইশরাত খান প্রমুখ। সেমিনারে বক্তারা মাতৃমৃত্যু হার হ্রাসের লক্ষ্য অর্জনে সারাদেশে সব পর্যায়ে অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান ও পরিধি বৃদ্ধি করার বিষয়ে তাদের অভিমত তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবৈষম্য রোধে কর্মক্ষেত্রে নারী-পুরুষের পাশাপাশি ট্রান্সজেন্ডারদের যুক্ত করতে হবে
পরবর্তী নিবন্ধদক্ষ ও চৌকস ভূমি কর্মকর্তারা স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন : সচিব