সাধারণ মানুষ নিজেদের জীবনে বাজেটের আঘাত বুঝে; কিন্তু বাজেট বুঝে না। বাজেট নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বরাবরই কম। বাজেটের আকার বাড়ল কি কমল সেটা সাধারণ মানুষের চিন্তার বিষয় নয়। বাজেট শেষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ কোনো পণ্যের দাম কমল বা বাড়ল সেটাই তাদের চিন্তার বিষয়। কারণ বাজেটের জিনিসপত্রের দাম বাড়লে প্রভাব পড়বে তাদের জীবন–জীবিকায়। প্রতি বছর শ্রমবাজারে কাজের জন্য আসছে যে ২২ লাখ নতুন শ্রমিক তাদের কর্মসংস্থানের জন্য বাজেট বক্তৃতায় কী কথা বলা হয় তা তারা জানে না, কিন্তু ছুটে আসে কাজের সন্ধানে।
দেড় কোটির ওপর বৃদ্ধ মানুষ তাদের অসহায়ত্ব দূর করার কী পথ বাজেটে নির্দেশিত আছে তা কি তারা ভাবে? কিন্তু প্রত্যাশায় থাকে একটু শান্তিতে মরার। দ্রব্যমূল্যের লাগাম ছেড়ে দেওয়া বা টেনে ধরার বিষয়টি একজন গৃহিণী বুঝতে চান না। তিনি শুধু দেখেন দাম বাড়ছে আর তার সংসারের বাজেট মিলছে না। গতকাল সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার শেষের দিকে আজাদীর পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে যাওয়া হয় নগরীর নানা শ্রেণী পেশার মানুষের কাছে। সাধারণ মানুষের সার্বিক প্রতিক্রিয়া ছিল এটিই। চকবাজার এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আবুল কালাম আজাদ বলেন, বাজেট যাই হোক না কেন, দ্রব্যমূল্যের দাম যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সেটা সরকারের খেয়াল রাখা উচিত। প্রতি বছরই বাজেটের আগে ও পরে বাজারে দ্রব্যমূল্য কয়েকগুণ বাড়ানো হয়। মনে হয় বাজেট মানেই বাজারে জিনিসপত্রের দাম বাড়ানো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্মল ভৌমিক বলেন, এবারের বাজেট ঠিক মত বাস্তবায়ন করা সম্ভব হলে সরকারের বিগত সময়কার ব্যর্থতা ঢেকে দেওয়া সম্ভব। কিন্তু দুর্নীতিগ্রস্ত আমলাদের কারণে অতীতের মত মুখ থুবড়ে পড়তে পারে সব আশা। ব্রততী সাহা নামে এক ছাত্রী বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষই মধ্যবিত্ত। তাদের জন্য মূল্য সংযোজন কর পরিমিত পর্যায়ে রাখতে হবে। শিক্ষা ও গবেষণা খাতে বাজেট বাড়াতে হবে। কৃষকরা যাতে ফসলের ন্যায্যমূল্য পান সেটা বাজেটে নিশ্চিত করা দরকার।
সিএনজি টেক্সি চালক নয়ন আলী বলেন, গরিবের আবার বাজেট কী? যা পাই তাই খাই। তাই বাজেট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। বাজেট দিয়ে কী হবে? সিটি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শবনম বলেন, বাজেট যা–ই হোক, তার শতভাগ বাস্তবায়ন হতে হবে। এজন্য প্রশাসনকে দুর্নীতি মুক্ত রাখতে হবে। বাজেট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই ওসমান আলীর। তিনি একজন সাধারণ মুদি দোকানি। স্ত্রী–সন্তান নিয়ে থাকেন দক্ষিণ নালাপাড়ায়। তার মতে, বাজেট ঘোষণা মানেই পণ্যমূল্য বাড়বে। এদেশে কোনো পণ্যের দাম কমে না। বললেন, আমার মতামতের কোনো মূল্য নেই। সাধারণ মানুষের উপকারে আসে কিংবা দ্রব্যমূল্য কমেছে এমন নজির নেই।