শিগগির হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে ইরান

| বুধবার , ৩১ মে, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

শিগগিরই নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করতে যাচ্ছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনীর এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এতথ্য জানিয়েছে। বাহিনীটির অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিজাদে সোমবার তেহরানে বলেছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অচিরেই এটির মোড়ক উন্মোচন করা হবে। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রটি যেকোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানতে সক্ষম। খবর বাংলানিউজের। ক্ষেপণাস্ত্র নির্মাণকে তিনি দেশের নিরাপত্তা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অর্জন’ বলে মন্তব্য করেন। হাজিজাদে বলেন, অতি উচ্চ গতিসম্পন্ন হাইপরসনিক ক্ষেপণাস্ত্রটি ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের ভেতর দিয়ে চলার পাশাপাশি এর বাইরে দিয়েও চলার সক্ষমতা রাখে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডল দিয়ে সাধারণত শব্দের চেয়ে পাঁচগুণ গতিতে চলতে পারে। ফলে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এ ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত করা সম্ভব হয় না।

পূর্ববর্তী নিবন্ধচীনের জাহাজ আটক করেছে মালয়েশিয়া
পরবর্তী নিবন্ধপ্রতিরক্ষা মন্ত্রীদ্বয়ের বৈঠক আয়োজনে যুক্তরাষ্ট্রের অনুরোধে চীনের ‘না’