তার পরিবারটা পুরোটাই একটি ক্রীড়া পরিবার। চট্টগ্রামের তরুণ ব্যাডমিন্টন খেলোয়াড় এস.এস.এম সিফাত উল্লাহ গালিবের বড় বোন ছিলেন দেশ সেরা শ্যুটার। তার আরেক বোনও ছিলেন জাতীয় শ্যুটার। তার বড়ভাই সাজ্জাদ আলম ছিলেন জাতীয় দলের ব্যাডমিন্টন খেলোয়াড়। বলতে গেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সরোয়ার আলমের সব সন্তানের গায়েই উঠেছে জাতীয় দলের জার্সি। এবার তার মেঝ ছেলে এস.এস.এম সিফাত উল্লাহ গালিব অর্জন করলেন আরেক সম্মাননা। দেশের ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি এবারে পুরস্কৃত করেছে দেশের সেরা সব ক্রীড়াবিদকে। যেখানে পুরস্কার পেয়েছেন গালিব। বাংলাদেশ জাতীয় ক্রীড়া লেখক সমিতি কর্তৃক ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত সাউথ এশিয়ান গেমস্, ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ, সিনিয়র–জুনিয়রসহ ব্যাডমিন্টনের সকল ইভেন্টে বাংলাদেশের দেশ সেরা উদীয়মান ব্যাডমিন্টন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ব্যাডমিন্টন খেলোয়াড় এস.এস.এম সিফাত উল্লাহ গালিব। ক্রিকেটার লিটন দাশ, নারী ফুটবলার সাবিনা খাতুন, আর্চার নাসরিন আকতারদের সাথে ক্রীড়া লেখক সমিতির এই সম্মানজনক পুরস্কার লাভ করে চট্টগ্রামের ছেলে গালিব। এদিকে তার এই অর্জনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীনসহ সিজেকেএস কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা তার ভবিষ্যৎ খেলোয়াড়ী জীবনে উত্তরোত্তর সফলতা কামনা করেন।