চট্টগ্রাম অটোটেম্পো অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটি ও শাখা প্রতিনিধিদের সভা গত ২৭ মে লাভলেইনস্থ চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর থ্রি–হুইলার অটোরিকশা–অটোটেম্পোর জরিমানা বৈষম্যের প্রতিবাদে আগামী ৮জুন বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করার লক্ষ্যে এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম অটোরিকশা–অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব মো: হারুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক অলি আহমদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অটোটেম্পো অটোরিকশা শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক মো: জাহিদ হোসেন, যুগ্ম আহবায়ক মো: শফি, যুগ্ম সদস্য সচিব আহমদ হোসেন ও মো: খলিলুর রহমান।
ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জসিম উদ্দিন, রফিক, সোলায়মান, কামাল ভান্ডারী, হাসান মোল্লা, রুবেল, শাহাব উদ্দিন, হাবিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।