মীরসরাইয়ে এক রাতে দুই গরু চুরি

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ৩১ মে, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়ায় গত সোমবার দিবাগত রাতে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। খৈয়াছড়া ইউনিয়নের দুয়ারু গ্রামের জলিলের রহমান মেস্ত্রী বাড়ির মো. সিফাত ও একই গ্রামের নাপিত বাড়ির শংকর শর্মার গরু দুটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা বলে দাবি করছেন তারা। এছাড়া গত ৬ মাসে খৈয়াছড়া ইউনিয়নে ১৪টি গরু চুরির খবর পাওয়া গেছে। খৈয়াছড়া ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক জুনু বলেন, খৈয়াছরা ইউনিয়ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়েই যাওয়ায় আমরা উদ্বিগ্ন। কৃষকদের মূল্যবান এই সম্বল চুরি হওয়ায় নিঃস্ব হচ্ছে অনেকে কৃষক। গরু চুরি ঠেকাতে পুলিশ প্রশাসন সহ শীঘ্রই ব্যবস্থা নেবেন বলেন জানান তিনি। মীরসরাই থানার ওসি মো. কবির হোসেন জানান, বিভিন্ন স্থানে গরু চুরি রোধে কৃষকদের সতর্ক থাকার পাশাপাশি রাতের বেলা পুলিশের টহল জোরদার করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গরু চোরদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্রীয় রথযাত্রা উৎসবের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধপ্রয়াত শিল্পীদের স্মরণে ধারাবাহিক অনুষ্ঠান করবে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ