ষড়যন্ত্র মোকাবেলায় তরীকত ফেডারেশন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে

মহানগর ১৪ দল সমন্বয়ক সুজনের সাথে সৌজন্য সাক্ষাৎ

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় বাংলাদেশ তরীকত ফেডারেশন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলে মত প্রকাশ করেছেন মহানগর ১৪ দলের সমন্বয়ক এবং মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার সুজনের উত্তর কাট্টলীস্থ বাসভবনে তরীকত ফেডারেশন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শাহজাদা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে বিভিন্ন দরবারের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই মত প্রকাশ করেন।

এ সময় নেতৃবৃন্দ সুজনকে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। নেতৃবৃন্দ ১৪ দলকে উজ্জ্বীবিত করে স্বাধীনতা বিরোধী অপশক্তিদের বিরুদ্ধে রাজপথে সকল প্রকার আন্দোলন সংগ্রামে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সুজনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। ফুলেল শুভেচ্ছা শেষে তরীকত ফেডারেশনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে সুজন বলেন দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা আবারো মাথা চাড়া দিয়ে উঠতে চায়। তাই দেশের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়ন ধারাবাহিকতা বানচালে দেশিবিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল বুধবার বিকাল ৩টায় জেলা পরিষদ চত্বরে মহানগর ১৪ দলের উদ্যোগে গণসমাবেশে উপস্থিত থাকার জন্য নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান সুজন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরীকত ফেডারেশন কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শাহজাদা সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, সাংগঠনিক সম্পাদক শাহজাদা সৈয়দ মাইনুল ইসলাম জুনাইদ, কাজী আহসানুল মোরশেদ কাদেরী, শাহজাদা সৈয়দ আরাফাতুল হক হাফেজ নগরী, শাহজাদা সৈয়দ মুশকিল কোশা আমিরী, মনছুর আলম ভান্ডারী, মুহাম্মদ এনাম ভাণ্ডারী, শাহজাদা সৈয়দ শফিউল আনোয়ার হাফেজ নগরী প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ পাবলিক স্কুলে প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতা সভা
পরবর্তী নিবন্ধআন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে