বিএনপির ৩৬ জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার ৯

পুলিশকে লক্ষ্য করে ঢিল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে নগরের বহাদ্দারহাট মোড়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়ে মারার ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখ করে চান্দগাঁও থানায় মামলা হয়েছে। এর মধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল ভোরে বহদ্দারহাট পুলিশ বক্সের ইনচার্জ এসআই লুৎফুর রহমান সোহেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম আজাদীকে বলেন, ৩৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরো ৫০০৬০০ নকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান আজাদীকে বলেন, আমরা জানতে পেরেছি মামলায় দুইজনকে আসামি করা হয়েছে যারা ঘটনার সময় কারাগারে ছিলেন। নগর বিএনপির আহবায়ক ডা. শাহদাত হোসেন আজাদীকে বলেন, কিছু টোকাই ঢিল মেরেছে। এরা আমাদের দলের কেউ না। আমি নিজে গিয়ে তাদের বাধা দিয়েছি। এরপরও মিথ্যা অভিযোগে মামলা করেছে।

প্রসঙ্গত, গত রোববার কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি বাকলিয়া এঙেস রোড থেকে বহাদ্দারহাট মোড় পর্যন্ত পালিত হয়। পদযাত্রা বহাদ্দারহাট মোড়ে পৌঁছুলে নগরের নেতারা ধনবাদজ্ঞাপনমূলক বক্তব্য দিয়ে কর্মীদের চলে যেতে বলেন। এসময় রাস্তার পূর্ব পাশে পুলিশ বাঁশি দিয়ে নেতাকর্মীদের একপাশে সরিয়ে দিচ্ছিল। এতে উত্তেজনা তৈরি হয় সেখানে। এসময় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়ে মারা হয়। এসময় কয়েকজনের হাতে বাঁশের লাঠিও ছিল।

পূর্ববর্তী নিবন্ধচবির সেই কর্মকর্তাকে বদলি, তদন্ত কমিটি গঠন
পরবর্তী নিবন্ধলড়াইয়ে জিতল গরু, খুশিতে আত্মহারা মালিকের মৃত্যু