পুঁজিবাজার সম্পর্কে সম্যক ধারণা ও প্রায়োগিক পরিচালনা সম্পর্কে অবহিত হতে এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে ইউএসটিসির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা গত ২৫ মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চট্টগ্রামস্থ কার্যালয় পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক, চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদী হাসান, আদনান আব্দুর রাকিব, মোহাম্মদ বারাকাত শফি। ইউএসটিসির ব্যবসায় প্রশাসন বিভাগ থেকে উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ সাহাবুদ্দিন, প্রফেসর রুপম চৌধুরী। স্বাগত বক্তব্যে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক বলেন, বাংলাদেশ পুঁজিবাজার–এর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এঙচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্দেশনা অনুযায়ী এবং বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই নিয়মিত এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে আসছে। যেহেতু পুঁজিবাজারের প্রোডাক্ট এবং নির্দেশনা প্রায়শই পরিবর্তিত, সংযোজিত এবং পরিবর্ধিত হতে থাকে তাই অবশ্যই নতুন পরিবর্তনের সম্পর্কে ধারনা পেতে নতুন প্রজন্মের ইনভেস্টরদের এই ধরনের অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।