দেশের ২৪টি বেসরকারি টেকসই উদ্যোগকে পুরস্কৃত করার মাধ্যমে গত ২৬ মে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজন করেছে আকিজ বশির গ্রুপের সৌজন্যে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন এওয়ার্ডসের প্রথম সংস্করণ। সাইটেইনাবিলিটি ব্র্যান্ড ফোরামের উদ্যোগে শুরু হওয়া এই প্রচেষ্টাটির সাথে সম্পৃক্ত ছিলো এসপায়ার টু ইনোভেট (এটুআই)। রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব ব্যানকুয়েট হলে জমকালো এক গালা আয়োজনের মধ্য দিয়ে বিজয়ী ১১ টি এবং অনারেবল মেনশনে সম্মানিত ১৩ টি ব্র্যান্ডের টেকসই উদ্যোগ গুলোকে সম্মাননাটি প্রদান করা হয়।
অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড দেশের অত্যন্ত মর্যাদাপূর্ণ এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৩ লাভ করে। বাংলাদেশে সর্বোচ্চ শক্তির রিবার, ই৬০০ঈ–জ–এর বৈপ্লবিক প্রবর্তনের জন্য ‘ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার’ বিভাগে প্রতিষ্ঠানটি এ পুরস্কার লাভ করেছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, চিফ পিপল অফিসার শারমিন সুলতান সহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ। ‘আকিজ বশির গ্রুপ প্রেজেন্টস এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৩ ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাসপায়ার টু ইনোভেট (ধ২র)’ সাসটেইনেবিলিটি ব্র্যান্ড ফোরামের একটি উদ্যোগ। বাংলাদেশে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অসামান্য অবদান রাখা বেসরকারি সংস্থা এবং ব্র্যান্ডকে স্বীকৃতি দেওয়া এবং সম্মান জানানোর লক্ষ্যে এই মর্যাদাপূর্ণ পুরস্কার। প্রেস বিজ্ঞপ্তি।