শিক্ষাখাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবি

ছাত্র ইউনিয়নের মানববন্ধন

| রবিবার , ২৮ মে, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

আসন্ন জাতীয় বাজেটের ২৫ ভাগ ও মোট জিডিপির ৮ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার উদ্যোগে গত শুক্রবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলার সভাপতি ইমরান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিকলু কুমার দে’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শুভ দেব নাথ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম নাবিল, সদস্য আশিক এলাহী ও হালিশহর থানার সাংগঠনিক সম্পাদক সাজ্জাতুর জামান অভি।এসময় বক্তারা শিক্ষাখাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে অসংখ্যবার খুনের চেষ্টা করেছে বিএনপি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ-৭৬ ব্যাচের পুনর্মিলনী ও আড্ডা