বিশ্বতানের সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শুক্রবার কদম মোবারক এম ওয়াই বালক বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, রিয়াজ ওয়ায়েজ, জিন্নাত আলী, হাসনা জন্নাত মিকাত। বক্তব্য রাখেন নরেণ সাহা, খোকন মালাকার, কনক বিশ্বাস, অর্পিতা আচার্য। প্রধান অতিথি বলেন, হাজার শিশুর অংশগ্রহণে বিশ্বতান যে প্রতিযোগিতার আয়োজন করেছে সেটা অনেক বড় একটা উদ্যোগ। এ সংগঠন সুস্থ সংস্কৃতির বিকাশে অনন্য কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।