জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, ইসলামী শিক্ষায় ধর্মীয় বিষয়কে প্রাধান্য দিয়ে সরকার মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। এ লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার কারিকুলামে যুগোপযোগী পরিবর্তন এবং আধুনিক গুণগত পরিবর্তন এনেছেন। এক কথায় বলতে শেখ হাসিনার হাত ধরেই মাদরাসা শিক্ষার আমূল পরিবর্তন হয়েছে।
তিনি গতকাল শনিবার উপজেলার উত্তর খরনা ইউনিয়নের কশ্যাপাড়া শাহ্ বদর আউলিয়া এবতেদায়ী মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি আব্দুল খালেক, খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান, কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম, হাবিবুল হক চৌধুরী,গোলাম সারওয়ার চৌধুরী মুরাদ, শামসুল আলম, জয় প্রকাশ দত্ত, নাছির উদ্দিন, মোরশেদুল আলম, জয়নাল মেম্বার, বোরহান উদ্দিন সোহেল, আবদুর রহিম, আবদুল্লাহ আল মনছুর প্রমুখ। পরে বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন হুইপ সামশুল হক চৌধুরী এমপিসহ অতিথিবৃন্দ।