বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলার প্রতিবাদে গতকাল শনিবার বিকালে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নাসিম ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এএম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুর উল্লাহ বাহারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
তিনি বক্তব্যে বলেন, আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, আবারো নিতে চায়। যার কারণে বাংলাদেশের মানুষ যেমন তাদেরকে চায় না, বিদেশিরাও কেউ চায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি কর্মসূচিতে জনগণের উপস্থিতি দেখে সরকার আবোল তাবোল বকছে। যার কারণে খাগড়াছড়ি গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের জন্য যাওয়ার পথে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে হত্যার উদ্দেশ্যে আবদুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা করেছে। আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে যে কোনো কিছুর বিনিময়ে তা প্রতিহত করতে হবে। হামলা করে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না।
প্রধান বক্তা মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, প্রত্যেকটি কর্মসূচিতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে আবদুল্লাহ আল নোমানের উপর হামলার জবাব দিবে সাধারণ জনগণ।
এ এম নাজিম উদ্দিন বলেন, আব্দুল্লাহ আল নোমানের উপর হামলা করা মানে জনগণের উপর হামলা করা। আওয়ামী লীগ হিংসাত্মক হয়ে গণতান্ত্রিক পথ পরিহার করে সন্ত্রাসীর পথ বেছে নিয়েছে। তাই দেশের সাধারণ তা কখনো মেনে নেবে না। তাই গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় সাধারণ জনগণ। বিশেষ অতিথি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, হামলা মামলা করে, চোখ রাঙিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না।
এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ সবুর, এডভোকেট আব্দুর সাত্তার, এস এম সাইফুল আলম, এস. কে খোদা তোতন, কাজী বেলাল, ইয়াছিন চৌধুরী লিটন, শফিকুর রহমান স্বপন, আব্দুল মান্নান, শাহ আলম, এসকান্দর মির্জা, নাজিম উদ্দিন চৌধুরী, আহমেদুল আলম চৌধুরী রাসেল, গাজী সিরাজ উদ দৌল্লা, হারুন জামান, মোশাররফ হোসেন দিপ্তী, এড. আব্দুস সাত্তার সরোয়ার, কামরুল ইসলাম, মনজুর আলম, মামুনুর ইসলাম হুমায়ুন, আব্দুল্লাহ আল হারুন, জসিম উদ্দিন জিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।
চট্টগ্রাম মহানগর নারী ও শিশু অধিকার ফোরাম: খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের গাড়ির বহরে হামলা এবং কেরানীগঞ্জে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর ওপর হামলার নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর নারী ও শিশু অধিকার ফোরামের নেতৃবৃন্দ। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিদাতা নেতৃবৃন্দরা হলেন, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দীন পারভেজ, যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, সালাউদ্দিন আলী, মাহবুব রানা, ডা. শেখ মুজিবুর রহমান, ডা. কাজী মাহবুব আলম, সঙ্গীত শিল্পী আব্দুল মান্নান রানা, আরজু শাহাবুদ্দিন, অ্যাডভোকেট রুনা কাশেম, লায়ন মো. ওহিদুল ইসলাম শিকদার, ডা. ফেরদৌস আরা সালমা, সাজ্জাদ হোসেন খাঁন, ডা. রানা চৌধুরী, ডা. মিনহাজুল আলম, অ্যাডভোকেট সাবরিনা মাহমুদ তিন্নি, মঈনউদ্দিন খান রাজিব, ডা. ইমরান হোসেন, আতাউর রহমান রুবেল, ডা. ওমর ফারুক পারভেজ, ডা. মঈন উদ্দিন মঈন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি