যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে মীরসরাই উপজেলা পর্যায়ে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মীরসরাই সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি ও ভলিবল ৫টি ইভেন্টে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান শিক্ষক মহিউদ্দিনের সভাপতিত্বে ও দিদারুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আহসান হাবিব। আরো উপস্থিত ছিলেন ইউনিসেফের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন ও উপজেলা প্রতিনিধিগণ। ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ২৫০ জন শিশু কিশোর অংশগ্রহণ করে। ক্রীড়া শেষে ইউনিসেফের জেলা ও উপজেলা প্রতিনিধিগণ শিশু কিশোরদের আগামী জীবনের পথচলায় বাল্য বিবাহ রোধ, ইভটিজিং, প্রতিকূল অবস্থার মোকাবিলাসহ মূল্যবান দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন।