আনোয়ারায় বারশত ইউনিয়নে এক বীমা কর্মীকে ধর্ষণের মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোরে অভিযান চালিয়ে
বারশত ইউনিয়নের গুনদ্বীপ পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বারশত ইউনিয়নের মোহাম্মদ নঈম (২০), ফরহাদ আলী (২১), মোহাম্মদ রাজু (২৫), মো. আরিফ (২৫)।
এর আগে ভুক্তভোগী নারী বাদী হয়ে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুজনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী (৩৫) স্থানীয় একটি জীবন বীমা কোম্পানিতে চাকরি করেন। গত বুধবার নিজ বাড়ি চকরিয়া থেকে রাত আনোয়ারার বারশত এলাকায় পৌঁছায়। এ সময় ভুক্তভোগী একটি সিএনজি অটোরিকশায় উঠলে সিএনজিচালক কৌশলে ফোন করে অন্য অভিযুক্তদের ডেকে এনে তাকে জোরপূর্বক গুনদ্বীপ পাড়া হাজী আমির আলী বাড়ির জামে মসজিদের পূর্ব পার্শ্বে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে নিয়ে পরদিন ভোর ৫টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে সকালে অজ্ঞাত এক জায়গায় তাকে নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান জানান, বীমা কর্মী ধর্ষণের ঘটনায় আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।