সাতকানিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক কর্মী সভা গতকাল শুক্রবার বিকাল ৩টায় সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম–১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এবং দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে কখনো পিছপা হয়নি বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখার জন্যই শহীদ শেখ ফজলুল হক মনি এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় যুবলীগ দক্ষিণ এশিয়ার একটি সর্ববৃহৎ শক্তিশালী যুব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক হারেজ মুহাম্মদের সঞ্চালনায় কর্মী সভায় উদ্বোধকের বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সহ–সভাপতি মুর্তজা কামাল মুন্সি, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ শহিদুল ইসলাম, শাহাদাত কবির বাহাদুর, মাঈনুদ্দিন চৌধুরী প্রমুখ।