হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর কার্যকরী সংসদের সভাপতি শফিউল আলম ভূঁইয়া। সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন, আহসানুল হক বাদল, মাওলানা মুহাম্মদ আলী আসগর, আই এইচ মোহাম্মদ মিয়া, শফিউর রহমান, মুহাম্মদ সোহেল চৌধুরী। সভায় সংগঠনের গতিশীলতা আনয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আগামী ১৭ জুন গাউছুল আজম মাইজভাণ্ডারীর চান্দ্রবার্ষিকী ওরশ শরীফ সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।