বাংলাদেশে জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি দ্রুত সময়ে সফল হবে

প্রেস ক্লাবে মতবিনিময়কালে বোমেল

| শনিবার , ২৭ মে, ২০২৩ at ৭:২২ পূর্বাহ্ণ

নেদারল্যাণ্ডের সাবেক সংসদ সদস্য ও মানবাধিকারকর্মী হ্যারি ভ্যান বোমেল বলেন, বাংলাদেশের নাগরিকদের সাথে এক হয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে জেনোসাইড বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সফল হবো বলে আমাদের বিশ্বাস। চারটি আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত জেনোসাইডের স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশে এসে আমরা ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছি। ঢাকায় ডাচ্‌ রাষ্ট্রদূতের সাথেও এ ব্যাপারে আমাদের সাক্ষাৎ হয়েছে। আর্মেনিয়া জেনোসাইডের স্বীকৃতি পেতে ১০০ বছর লেগেছে। আশা করি, বাংলাদেশের ক্ষেত্রে অত সময় লাগবে না। আমরা ফিরে গিয়ে আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এ ব্যাপারে কথা বলবো। বাংলাদেশে এসে যে অভিজ্ঞতা হয়েছে তা শেয়ার করবো তাদের সাথে। যাতে করে ডাচ পার্লামেন্ট এই ব্যাপারে পদক্ষেপ নেয়। আমরা ডাচ মিডিয়া, ইউকে মিডিয়ার সাথে কথা বলবো। হ্যারি ভ্যান বোমেল আরো বলেন, বাংলাদেশ সরকার বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূতদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করলে আন্তর্জাতিক স্বীকৃতি ত্বরান্বিত হবে। গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত ইউরোপিয়ান প্রতিনিধি দলের সাথে সাংবাদিকদের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। সূচনা বক্তব্য দেন, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার। বক্তব্য দেন, জেনোসাইড স্টাডিজের অধ্যাপক ড. অ্যান্থনি হল্‌সল্যাগ, ফ্রেন্ড অব বাংলাদেশ অ্যাওয়ার্ডপ্রাপ্ত যুক্তরাজ্যের সাংবাদিক এবং জেনোসাইড গবেষক ক্রিস ব্ল্যাকবার্ণ, ইবিএফনেদারল্যান্ড শাখার সভাপতি ও প্রবাসী সংগঠন বাংলাদেশ সাপোর্ট গ্রুপের চেয়ারম্যান বিকাশ চৌধুরী বড়ুয়া, ইবিএফযুক্তরাজ্য শাখার সভাপতি আনসার আহমেদ উল্লাহ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, আমরা ৭১এর প্রধান সমন্বয়ক হেলাল ফয়েজী, বীর শহীদের সন্তান এবং কলামিস্ট প্রকৌশলী প্রদীপ কুমার দত্ত। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এম নাসিরুল হক, মো. শহীদুল ইসলাম, নাজিমুদ্দীন শ্যামল, নুরউদ্দিন আলমগীর, হামিদুল ইসলাম, শামসুদ্দিন ইলিয়াস এবং মিজানুর রহমান। এসময় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী এবং মঞ্জুরুল আলম মঞ্জু, স্থায়ী সদস্য নির্মল চন্দ্র দাশ, আফজল রহিম সিদ্দিকী, পংকজ কুমার দস্তিদার, মইনুদ্দীন কাদেরী শওকত, কামরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না
পরবর্তী নিবন্ধদেশের মানুষও আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেবে