পটিয়া যুব নিশান ক্লাব ফুটবল টুর্নামেন্ট শুরু

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৭ মে, ২০২৩ at ৬:৫৩ পূর্বাহ্ণ

পটিয়ায় যুব নিশান ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট গতকাল শুরু হয়েছে। স্থানীয় কচুয়াই চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে দুই ফকির পাহাড় শাহ্‌ বদর (রহ🙂 স্পোর্টিং ক্লাব এবং ওয়াহেদুর পাহাড় ফুটবল একাদশ। খেলাটি ১১ গোলে ড্র হয়। খেলার প্রথমার্ধের ২৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে আরিফ গোল করে এগিয়ে দেয় ফকির পাহাড় শাহ্‌ বদর (রহ🙂 স্পোর্টিং ক্লাবকে। খেলার দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে ওয়াহেদুর পাড়া ফুটবল একাদশ। পরে দ্বিতীয়ার্ধের শেষের দিকে গোল পরিশোধ করে তারা ম্যাচে সমতায় ফেরে। এতে খেলা শেষ হয় ১১ গোলের অমীমাংসিতভাবে। টুর্নামেন্টের খেলা নিয়ম অনুযায়ী টাইব্রেকারে গড়ার কথা থাকলেও আলো স্বল্পতার কারণে তা হয়ে উঠেনি। খেলায় ম্যান অব দা ম্যাচ পুরস্কার ঘোষণাও স্থগিত রাখা হয়। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান যুব নিশান ক্লাবেরর সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধন ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট মো: আবদুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: হারুনুর রশিদ, উপজেলা আ’লীগের সহ সভাপতি আবুদল খালেক। এছাড়া খরনা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান, কচুয়াই ইউপি চেয়ারম্যান এস এম ইনজামুল হক জসিম, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: নাছির উদ্দীন, আ’লীগ নেতা শহীদুল আলী মঞ্জু, যুব নিশান ক্লাব’র ক্রীড়া সম্পাদক রাশেদুল ইসলামসহ ক্লাবের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ উপজেলা ক্রীড়া চক্রের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধনাসিরাবাদ এবং হাজেরা-তজু স্কুল এন্ড কলেজের জয়