লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে গেছে মালবোঝাই একটি ট্রাক। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী মালবোঝাই একটি ট্রাক মূল সড়কের পাশে অসমান অংশে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে প্রায় দুই ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। হাইওয়ে পুুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সড়কের উপর থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ট্রাকটি চট্টগ্রাম শহর থেকে কনডেন্সড মিল্ক বোঝাই করে পার্বত্য লামা উপজেলার আজিজনগর বাজারে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি মালিক পক্ষ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে গেছেন।