কাপ্তাই সেনাবাহিনী ১০ আরই ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ মে, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ১০ আরই ব্যাটালিয়নের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বুধবার পালিত হয়। এ উপলক্ষে শুধী সমাবেশ এবং প্রীতি ভোজের আয়োজন করা হয়। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন জামাল উদ্দীন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ সোহেল এবং ব্যাটালিয়নের অফিসারবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ, ৫৬ বেঙ্গলের অধিনায়ক লে. কর্নেল নূর উল্লাহ জুয়েল, বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির প্রধান নির্বাহী কর্মকর্তা কমান্ডার জুলহাস ফয়সাল, বিএন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার মাহবুব শাহজালাল, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক, পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের ডিএফও শালেহ্‌ মো. শোয়াইব খান, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এলপিসির মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ক্যাপ্টেন মো. সাদমান সাকিব।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ আরই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় দরিদ্র জনগণের মাঝে অনুদান, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এছাড়া ব্যাটালিয়নের দুর্গম অঞ্চলে বসবাসকারী অসহায়দের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। ১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও সহযোগিতা প্রদান করা হবে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধশিপিং এক্সিকিউটিভস কো-অপারেটিভ সোসাইটির কার্যকরী পরিষদ গঠিত
পরবর্তী নিবন্ধহোটেল আগ্রাবাদে হজযাত্রীকে সংবর্ধনা