শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন বিনোদন কেন্দ্রে প্রবেশ নিয়ন্ত্রণের আহ্বান

সুজনের বিবৃতি

| বুধবার , ২৪ মে, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

স্কুলকলেজ চলাকালীন নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে শিক্ষার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের নিকট আহ্বান জানিয়েছেন চসিকের সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান সুজন।

এসময় তিনি বলেন সম্প্রতি নগরীর সিআরবি, ডিসি হিল, ফয়’স লেক, পতেঙ্গা সৈকত, আগ্রাবাদ এবং কাজীর দেউড়ি শিশুপার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে স্কুলকলেজ চলাকালীন শিক্ষার্থীদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। এ সংখ্যা দিনের পর দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ক্লাশে না গিয়ে ওইসব স্পটে শিক্ষার্থীরা আড্ডায় মশগুল হচ্ছে। প্রায়শই ইউনিফরম পরিহিত অবস’ায় এসব শিক্ষার্থীদের আড্ডার পাশাপাশি মোবাইলে মগ্ন হতে দেখা যায়। স্কুল ও কলেজ চলাকালীন সময় এসব বিনোদন কেন্দ্রসমূহে শিক্ষার্থীদের যাতায়াত অনেকটা নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। পাশাপাশি অনেক শিক্ষার্থীকে সেখানে আপত্তিকর অবস্থায়ও দেখা যায়। তাই এসব বিনোদন কেন্দ্রসমূহে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সকল প্রকার শিক্ষার্থীর প্রবেশ নিয়ন্ত্রণ এবং সেখানে গড়ে উঠা ভাসমান দোকানগুলো যাতে ঐ সময় পর্যন্ত বিক্রির পসরা বসাতে না পারে সেদিকে নজর রাখার জন্য আইনশৃংখলা বাহিনী, বিনোদন কেন্দ্র কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন খোরশেদ আলম সুজন।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনাকে হুমকির প্রতিবাদ জানালেন চবির ৪৫ শিক্ষক
পরবর্তী নিবন্ধইউসিটিসির আইকিউএসির সেমিনার