রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া হুমকিকে ‘মধ্যযুগীয় বর্বরতা ও সন্ত্রাসবাদ’ বলে অবহিত করে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন শিক্ষক।
গতকাল মঙ্গলবার চবির ৪৫ জন প্রফেসর প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি দেন। ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. আবদুল্লাহ মামুন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশে প্রকাশ্যে কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতাকে হত্যার হুমকি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। যা সামাজিকভাবে অগ্রহণযোগ্য, রাজনৈতিকভাবে বিপজ্জনক এবং আইনত দণ্ডনীয় অপরাধ। জীবিত কোনো ব্যক্তিকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি আমাদের মধ্যযুগীয় বর্বরতার কথা স্মরণ করিয়ে দেয়।
বিবৃতিদাতারা হলেন ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. আবদুল্লাহ মামুন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মাহবুবুল হক, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন, মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. আবুল মনছুর, লোকপ্রশাসন বিভাগের প্রফেসর মো. রুহুল আমিন, বাংলা বিভাগের প্রফেসর ড. আনোয়ার সাঈদ, সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর এসএম মনিরুল হাসান, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্স প্রফেসর ড. দানেশ মিয়া প্রমুখ।









