হোয়াইট হাউসের কাছে ব্যারিকেডে ধাক্কা দেওয়া ট্রাকে মিলল নাৎসি পতাকা

| বুধবার , ২৪ মে, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

হোয়াইট হাউসের কাছে সম্ভবত ইচ্ছাকৃতভাবে নিরাপত্তা ব্যারিকেডে ধাক্কা দেওয়া একটি ভাড়া করা বক্স ট্রাকের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। সোমবার স্থানীয় সময় রাতের এই ঘটনায় কেউ আহত হয়নি, কোনো ধরনের বিপদেরও আশঙ্কা নেই বলে পরে কর্মকর্তারা আশ্বস্ত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার পর তদন্ত কর্মকর্তারা একটি নাৎসি স্বস্তিকা পতাকা পেয়েছেন, যেটি খুব সম্ভবত হোয়াইট হাউসের মাঠ সংলগ্ন লাফায়েতে স্কয়ারের ব্যারিকেডে আঘাত হানা ট্রাকের ভেতর থেকেই মিলেছে। খবর বিডিনিউজের।

ঘটনার পর ওই পতাকা এবং প্রমাণ সংগ্রহের প্লাস্টিক ব্যাগ পাশের ফুটপাতে পড়ে থাকা অবস্থায় দেখা যায়, কর্মকর্তারা পরে সেগুলো তুলে ট্রাকের পেছনে নিয়ে রাখেন, বলেছেন রয়টার্সের এক আলোকচিত্রী। প্রাথমিক তদন্ত বলছে, চালক সম্ভবত উদ্দেশ্য প্রণোদিতভাবেই লাফায়েতে স্কয়ারের ওই নিরাপত্তা ব্যারিয়ারে আঘাত হানেন, টুইটারে এমনটাই বলেছেন সিক্রেট সার্ভিসের কমিউনিকেশন্স চিফ অ্যান্থনি গুগলিয়েলমি। সিক্রেট সার্ভিসের কাছ থেকে তদন্তমূলক সহায়তা নিয়ে মার্কিন পার্ক পুলিশ অভিযোগ দায়ের করতে পারে, বলেছেন তিনি।

ডব্লিউইউএসএ টেলিভিশনের ভিডিওতে ইস্পাতের বোলার্ডের সারির পাশে থেমে থাকা অবস্থায় থাকা একটি বঙ আকৃতির ইউহল ট্রাকের দিকে আইনপ্রয়োগকারী সংস্থার উর্দি পরা কর্মকর্তা ও একটি কুকুরকে এগোতে দেখা যায়। পরে একটি রিমোটচালিত রোবট ট্রাকটির পেছনের দরজা খুললেও সেখানে বিস্ফোরক বা বিপজ্জনক কিছু পাওয়া যায়নি।

ঘটনাটির এক প্রত্যক্ষদর্শী ক্রিস জাবোজি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছোড় ভিডিও দিয়েছেন, যাতে দেখা যাচ্ছে ট্রাকটি ব্যারিকেডের দিকে এগিয়ে যাচ্ছে। ভিডিওটি যাচাই করে দেখেছে রয়টার্স। একবার ধাক্কা লাগার পর চালক ট্রাকটি দিয়ে ব্যারিকেডে দ্বিতীয়বারও ধাক্কা মারেন, বলেছেন ২৫ বছর বয়সী বিমানচালক জাবোজি।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমিকার সঙ্গে বাগদান সারলেন জেফ বেজোস
পরবর্তী নিবন্ধইমরানকে ৮ মামলায় জামিন দিল ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালত