কর্ণফুলীতে মুড়ির মোয়ার ভিতরে করে ইয়াবা পাচারকালে প্রিয়তোষ মজুমদার (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব–৭। গত রোববার বিকেল ৫টায় উপজেলার চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে গাড়ি তল্লাশি করে তাকে আটক করা হয়। প্রিয়তোষ আনোয়ারা থানার মধ্যম বারখাইন এলাকার মানিক মজুমদারের ছেলে। র্যাব–৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্টে গাড়ি তল্লাশিকালে একটি যাত্রীবাহী বাস থেকে নেমে একটি শপিং ব্যাগসহ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা প্রিয়তোষ মজুমদারকে আটক করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তার ব্যাগ থেকে মুড়ির মোয়ার ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে প্রিয়তোষ জানায়, দীর্ঘদিন ধরে তিনি কক্সবাজার থেকে স্বল্পমূল্যে মাদকদ্রব্য ক্রয় করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরায় বিক্রি করে আসছেন। বিভিন্ন সময় ভিন্ন পদ্ধতি অনুসরণ করে ইয়াবাসহ অন্যান্য মাদক পাচার করতেন তিনি। কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, ১২ হাজার ইয়াবাসহ র্যাবের হাতে আটক প্রিয়তোষকে কর্ণফুলী থানায় গতকাল সোমবার হস্তান্তর করার পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।










