লোহাগাড়ার চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক হামিদুর রহমানের ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি হয়েছে। গতকাল সোমবার ভোররাতে উপজেলার চুনতি ইউনিয়নের সোলতান মৌলানা পাড়ার নিজ বসতঘর থেকে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় একইদিন তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, চোরেরা সিঁড়িঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে মোটরসাইকেলটি নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান তার ব্যবহৃত মোটরসাইকেলটি নেই। তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি। লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই বিল্লাল জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











